প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৯:২৩
ফরিদগঞ্জের রূপসা দক্ষিণে নারী ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ ও গণভোটের অবহিতকরণ সভা
নারীরা যাতে পর্দায় থেকেও নিরাপদে ভোট দিতে পারে সেজন্যে সব ব্যবস্থা নেয়া হবে
......জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

চাঁদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইমলাম সরকার বলেছেন, নদীতে অনেক পানি গড়িয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবার হবে। আমরা নারীদের ভোট কেন্দ্রে গিয়ে সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থী ও গণভোটে তাদের রায় দিতে সব ব্যবস্থা নেবো। আমাদের পীর মাশায়েখরা সর্বদাই আমাদের তথা সমাজের কল্যাণের কথাই বলেন। সে সময়ে তিনি যা বলেছেন, তার হয়তোবা ভুল ব্যাখ্যা ছড়িয়ে কিছু লোক এই ইউনিয়নের নারীদের ভোট দেয়া থেকে বিরত রেখেছেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ঘটনা রীতিতে পরিণত হয়েছে। এই রীতি বদলাতে হবে। কারণ, আমরা কেউই অদ্যাবধি পীর সাহেব সেই সময়ে কী বলেছেন তার সঠিক তথ্য পাইনি। কিন্তু পবিত্র ইসলামে পর্দার কথা বলা হয়েছে। আমাদের
মা-বোনরা যদি পর্দা মেনে বাজারে গিয়ে কেনাকাটা থেকে সকল কাজ করতে পারেন, তবে কেনো ভোট দিতে পারবেন না? আমি বিশ্বাস করি, পীর সাহেব ওই সময়ের সমাজ ব্যবস্থাকে সঠিক রাখতে পর্দার কথাই বলেছেন।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরপক্ষিয়া গ্রামে নারীদের ভোটদানে উদ্বুদ্ধকরণ ও গণভোট নিয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, এখানে একজন বলেছেন, অতীতে নির্বাচনের সময়ে জাল ভোট, একজনের ভোট আরেকজন দেয়া, বাবাকে স্বামী বানিয়ে, ভাইকে স্বামী বানিয়ে ভোট দেয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে ভোট কেন্দ্রে ঝামেলা হওয়ার ঘটনার কারণেই পীর সাহেব নারীদের ভোট না দেয়ার কথা বলেছেন। আমরা যদি সেই কথাই মানি, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না। কারণ এখন যারা ভোটার হয়েছেন, তাদের প্রত্যেকের আলাদা জাতীয় পরিচয়পত্র রয়েছে। একজনের ভোট আরেকজন দেয়ার কোনো সুযোগ নেই। আমি আজ জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঘোষণা করছি, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে রূপসা দক্ষিণ ইউনিয়নে নারীদের জন্যে যেই বুথ থাকবে সেখানে এজেন্ট থেকে শুরু করে সকলেই নারী থাকবেন। যাতে পর্দায় থেকে নারীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। তাছাড়া এবারো যদি ভোট দিতে না আসেন, তাহলে আপনারা কীভাবে আগামী প্রজন্মের জন্যে নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন রচনা করবেন? নিরাপদ ও মডেল বাংলাদেশ তৈরি করতে হলে গণভোটের মাধ্যমে রায় প্রদান করতে হবে। আমাদের মা-বোনদের মনে রাখতে হবে, দেশের চাবি আপনার হাতে। আপনি যদি চাবি না ঘোরান তবে এই গাড়ি চলবে কীভাবে? ১২ ফেব্রুয়ারি আমাদের কাঙ্ক্ষিত সেইদিন। না হলে আগামীর বাংলাদেশে আপনার অংশীদারিত্ব থাকবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল হাসান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মামুন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন ও রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির। এছাড়া পরামর্শমূলক বক্তব্য রাখেন সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহাম্মদ ও স্থানীয় দিনকাল প্রতিনিধি সোহেল খান। নারীদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য খুকি বেগম, রূপালি দেবনাথসহ উপস্থিত নারীরা।
উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন প্রবাসী অধ্যুষিত এলাকা। উপজেলার সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে এই ইউনিয়নের বাসিন্দাদের কাছ থেকে। পুরুষরা প্রবাসে থাকার কারণে এই ইউনিয়নের নারীরাই হাটবাজার থেকে কেনাকাটা থেকে শুরু করে সকল কাজই করে। কিন্তু ভোটের বেলাতেই ব্যত্যয় ঘটে এই ইউনিয়নে। গত প্রায় ৬০ বছর ধরে এই এলাকার সকল ধর্মের নারীরা বলতে গেলে ভোট দেন না। সর্বশেষ দু/তিনটি নির্বাচনে প্রার্থীদের নিকট স্বজনরাই কেবলমাত্র ভোট দিয়েছেন। যা শতকরা হারেও আসে না। ফলে প্রশ্ন দাঁড়িয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ইউনিয়নের নারী ভোটাররা জড়তা, ভয় ও শঙ্কা কাটিয়ে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে চিরচেনা সেই দৃশ্যের ভোট দিবে কী?








