বুধবার, ০৯ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৮:৪০

ফুটবলার আবুল : হারিয়ে যেতে থাকা শ্রদ্ধেয় নাম

অনলাইন ডেস্ক
ফুটবলার আবুল : হারিয়ে যেতে থাকা শ্রদ্ধেয় নাম

চাঁদপুরের কৃতী সন্তান আবুল হোসেন ছিলেন এমন এক ফুটবলার, যাকে দেখে বোঝা যেতো না তিনি মাঠে কতটা ভয়ঙ্কর হতে পারেন। চুপচাপ, ভদ্র, নিভৃতচারী মানুষটা যখন মাঠে নামতেন, তখন যেন রূপ বদলে যেতো। রক্ষণের পাহাড় হয়ে দাঁড়িয়ে যেতেন প্রতিপক্ষের সামনে। আর তাঁর সবচেয়ে বড়ো অস্ত্র ছিলো সেই বিখ্যাত লম্বা থ্রো। মোহামেডান যখন সাইডলাইনে বল পেতো, গ্যালারিতে দর্শকরা উত্তেজনায় চিৎকার করতো—“এটা কর্নার! কর্নার!” কেননা আবুলের থ্রোইন বলটা চলে যেতো সোজা গোলপোস্টের কাছাকাছি, যেন সেট পিস।

আবুলের ফুটবল যাত্রা শুরু আজাদ স্পোর্টিং থেকে। কিন্তু নিজের পরিচয় গড়ে তোলেন মোহামেডানে এসে। ১৯৭৯ থেকে ৯৩ টানা চৌদ্দ বছরের লম্বা পথচলা তাঁর মোহামেডানের সাথে, যা শুধুই ট্রফি বা গোল নয়, ছিলো গ্যালারিতে ভরপুর ভালোবাসা আর শ্রদ্ধার গল্প। তিনি ছিলেন ভক্তদের ভরসার নাম।

জাতীয় দলেও ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। ৮০’র দশকে যখন বাংলাদেশের ফুটবল একটু একটু করে মাথা তুলছিল, তখন আবুল ছিলেন রক্ষণভাগের কাণ্ডারি। ১৯৮৩ সালের মেরদেকা টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। দেশের হয়ে লড়েছেন নিঃশব্দে, কিন্তু অদম্য সাহসে।

আবুলের ফুটবল জীবনের পরে আরেকটি পরিচয় সামনে আসে কোচ হিসেবে। প্রিয় মোহামেডানের কোচ হয়ে দলকে শিরোপা এনে দেন ২০০২ সালে। এরপর চলে যান যুক্তরাষ্ট্রে, কিন্তু ভক্তদের স্মৃতি থেকে মুছে যাননি কখনো তিনি ।

আবুল হোসেনের ছেলেও খেলেছেন মোহামেডানের হয়ে, নাম তার আবিদ হোসেন। বাবার পথ ধরে পা ফেলা ছেলেটা খেলতেন লেফটব্যাক পজিশনে। যেখানে আবুল হোসেন ছিলেন ডানদিকে রক্ষণভাগের প্রহরী, সেখানে আবিদ ছিলেন বামদিকের প্রহরী। হয়তো বাবার মতো কিংবদন্তি হয়ে উঠেননি, কিন্তু সেই রক্তের টান আর মোহামেডানের প্রতি ভালোবাসা ছিলো এক। তাই তো সুখের প্রবাস জীবন ছেড়ে দেশে চলে এসেছিলেন মোহামেডানের হয়ে প্রতিনিধিত্ব করতে। প্রমাণ করেছিলেন নিজেকে এবং ছিলেন ১৪ বছরের খরা কাটিয়ে শিরোপা লাভ করা মোহামেডান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

আবুল হোসেন কখনোই প্রচার খোঁজেননি। আজকের দিনে যখন আলোচনায় অনেকেই থাকেন, তখন এই নিভৃত নায়কের নাম খুব কমই শোনা যায়। কিন্তু যারা ফুটবল ভালোবাসে, মোহামেডানকে ভালোবাসে, তারা জানে আবুল মানে একটি ইতিহাস, একটি অতীতের গর্ব, একটি হারিয়ে যেতে থাকা শ্রদ্ধেয় নাম। কিন্তু আবুল হোসেন বেঁচে থাকবেন মোহামেডান ভক্তদের মনে যুগের পর যুগ। ক্লাবের প্রতি তার অবদান এবং বিশ্বস্ততা উদাহরণ হিসেবে থাকবে নতুন প্রজন্মের সকল খেলোয়াড়দের নিকট।--দ্যা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ারিয়র্স

সূত্র : খেলার মেলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়