প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ২১:০৬
শাহরাস্তির ঠাকুর বাজারে নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতি

শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজারে নৈশ প্রহরীদের বেঁধে ৩১ লাখ টাকা লুট করেছে ডাকাত দল।
|আরো খবর
শাহরাস্তি মডেল থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃষ্টি ভেজা রাতে মুখে মাস্কসহ প্যান্ট, গেঞ্জি ও লুঙ্গি পরিহিত ডাকাত দল পিকআপ যোগে ঠাকুর বাজারে এসে নৈশ প্রহরীদের মেরে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা তালা ভেঙ্গে শাটার খুলে আবুল খায়ের টোব্যাকোর ডিলার মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে প্রবেশ করে বিভিন্ন আইটেমের সিগারেট, নগদ টাকা ও অন্য দ্রব্যাদিসহ ৩০ লাখ ৯৬ হাজার টাকার মালামাল লুটে নেয়। পরবর্তীতে ব্রিটিশ টোব্যাকোর গোডাউনে প্রবেশের চেষ্টাকালে বাজারের অপর অংশের নৈশপ্রহরীরা টের পেয়ে যায়। তাদের ডাক চিৎকারে বাজারের লোকজন ও টহল পুলিশ এগিয়ে আসলে ডাকাত দল দ্রুত পিকআপ যোগে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী এমরান হোসেন (৪৫) বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা রুজু করেছেন।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, এ ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।