বুধবার, ০৯ জুলাই, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ২১:০৬

শাহরাস্তির ঠাকুর বাজারে নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতি

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তির ঠাকুর বাজারে নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতি
শাহরাস্তিতে ডাকাতির পর ঘটনাস্থলে পুলিশ।

শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজারে নৈশ প্রহরীদের বেঁধে ৩১ লাখ টাকা লুট করেছে ডাকাত দল।

সোমবার (৭ জুলাই ২০২৫) রাত আড়াইটার সময় এ ঘটনা ঘটেছে।

শাহরাস্তি মডেল থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃষ্টি ভেজা রাতে মুখে মাস্কসহ প্যান্ট, গেঞ্জি ও লুঙ্গি পরিহিত ডাকাত দল পিকআপ যোগে ঠাকুর বাজারে এসে নৈশ প্রহরীদের মেরে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা তালা ভেঙ্গে শাটার খুলে আবুল খায়ের টোব্যাকোর ডিলার মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে প্রবেশ করে বিভিন্ন আইটেমের সিগারেট, নগদ টাকা ও অন্য দ্রব্যাদিসহ ৩০ লাখ ৯৬ হাজার টাকার মালামাল লুটে নেয়। পরবর্তীতে ব্রিটিশ টোব্যাকোর গোডাউনে প্রবেশের চেষ্টাকালে বাজারের অপর অংশের নৈশপ্রহরীরা টের পেয়ে যায়। তাদের ডাক চিৎকারে বাজারের লোকজন ও টহল পুলিশ এগিয়ে আসলে ডাকাত দল দ্রুত পিকআপ যোগে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী এমরান হোসেন (৪৫) বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা রুজু করেছেন।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, এ ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়