বুধবার, ০৯ জুলাই, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ২০:৫৪

নানা আয়োজনে ফরিদগঞ্জ লেখক ফোরামের দু দশক উদযাপন

বুদ্ধিবৃত্তিক চর্চায় লেখক ফোরাম অসাধারণ কাজ করে যাচ্ছে -------- সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান

অনলাইন ডেস্ক
বুদ্ধিবৃত্তিক চর্চায় লেখক ফোরাম অসাধারণ কাজ করে যাচ্ছে -------- সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান
ফরিদগঞ্জ লেখক ফোরামে দুই দশক উদ্যাপন অনুষ্ঠানের প্রথমদিনের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) শিশু কিশোরদের নিয়ে কেক কাটেন। সংগঠনের নিয়মিত প্রকাশনা ‘মানচিত্র’র মোড়ক উন্মোচন, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে চিত্রাঙ্কন করেছে শিশুরা।

ফরিদগঞ্জ প্রতিনিধি ॥ নানা আয়োজনেলে ফরিদগঞ্জ লেখক ফোরাম দুই দশক উদযাপন করেছে। দুদিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কেক কাটা, বৃক্ষ বিতরণ, ফল উৎসব, সংগঠনের প্রকাশনা ‘মানচিত্র’র মোড়ক উন্মোচন ও আলোচনা সভা।

শুক্রবার (৪ জুলাই ২০২৫) ও রোববার (৬ জুলাই ২০২৫) আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান চলে। শুরুতে ছিলো শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেলে শিশু, কিশোর এবং লেখক ফোরাম কর্তৃপক্ষকে নিয়ে কেক কাটেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বুদ্ধিবৃত্তিক চর্চায় লেখক ফোরাম এক অনন্য নাম। সংগঠনটি বেশ কিছু অসাধারণ কাজ করেছে। সুন্দর ভবিষ্যৎ গড়তে শিশুদের গড়ে তুলছে সংগঠনটি। মফস্বলে থেকে ধারাবাহিক কাজের মাধ্যমে একটি সংগঠনকে ২০ বছর ধরে রাখা অনেক কঠিন কাজ। যোগ্য নেতৃত্ব ছাড়া এটা সম্ভব নয়।

ফরিদগঞ্জ লেখক ফোরামের সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় এবং সভাপতি ফরিদ আহমেদ মুন্নার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফতাব আহম্মেদ ও ওয়ালীউল্লাহ, ব্যাংকার ও সমাজসেবক হাবিবুর রহমান রুবেল, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ লেখক ফোরাম প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ, চাঁদপুর সাহিত্য পরিষদের নবনির্বাচিত সভাপতি ম. নুরে আলম পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত। আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি কে. এম. নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মহসিন হাসান শুভ্র, রাবেয়া আক্তার, উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ইয়াছিন দেওয়ান, সদস্য ইয়াছিন পালোয়ান প্রমুখ।

২য় দিনের অনুষ্ঠান শুরু হয় রোববার (৬ জুলাই ২০২৫) সকাল ১১টায়। সভাপতি ফরিদ আহমেদ মুন্নার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর প্রয়াত উপদেষ্টা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান এম. এ. মতিন ও সদস্যদের রুহের মাগফিরাত এবং অসুস্থ সদস্যদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠাকালীন সভাপতি কে. এম. নজরুল ইসলাম। পরে সংগঠনের নিয়মিত প্রকাশনা ‘মানচিত্রে’র মোড়ক উন্মোচন করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন কুমার শীলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফাহিম হাসান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. বেলাল হোসেন। সিনিয়র সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি কে. এম. নজরুল ইসলাম, বিতার্কিক ফয়সাল তাহসান, সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু সালেহ মো. বারাকাত। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি পাভেল আল ইমরান, সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, বর্তমান কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের শিক্ষক এমদাদ প্রমুখ।

আলোচনা শেষে হাঁড়ি ভাঙ্গা, মহিলাদের বালিশ বদল এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। এ সময় সবার হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেওয়া হয়। পরিশেষে ফল উৎসবের মাধ্যমে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার পরিসমাপ্তি হয়। অনুষ্ঠানে সংগঠনের সকল স্তরের সদস্য উপস্থিত হয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়