প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১৭:৪৬
ঢাকায় ফিলিস্তিন ও ভারতের নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে মহাসমাবেশ
চাঁদপুর থেকে পাঁচ সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণ

ফিলিস্তিন এবং ভারতসহ বিভিন্ন দেশে মুসলমানদের উপর যে বর্বরোচিত হামলা- নির্যাতন হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থাপনা ভেঙ্গে ফেলা হচ্ছে, তার প্রতিবাদে এবং নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় লাখো মানুষের মহাসমাবেশ হয়েছে শনিবার (২৬ এপ্রিল ২০২৫) । এই সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা থাকলেও নানা কারণে তিনবার স্থান পরিবর্তন করে সবশেষে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুমতি দেয়া হয়।
সারাদেশ থেকে লাখো লাখো সুন্নী জনতা এই সমাবেশে অংশ নেন। সুন্নী সুফি ঘরানার সকল পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেন।
চাঁদপুর জেলা থেকে পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী ঢাকার মহাসমাবেশে অংশ নেন। লঞ্চে এবং বাসযোগে তারা সমাবেশে যাতায়াত করেন।
চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলা থেকে একটা অংশে প্রায় হাজারখানেক নেতা-কর্মী ও মুসল্লিরা শুক্রবার রাতে লঞ্চযোগে ঢাকা যান ৷ কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জ থেকে প্রায় ৭০টা বাসের বহর নিয়ে শুক্রবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মতলব উত্তর থেকে আল্লামা শায়খ আশফাক আহমাদ উয়েসী রেফায়ী হুজুরের নেতৃত্বে ওলামায়ে আহলে সুন্নাতের ব্যানারে রিজার্ভ লঞ্চে সহস্রাধিক সুন্নী মুসলমান নিয়ে ঢাকার মহাসমাবেশে যোগ দেন। এই সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুবসেনাসহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সকল অঙ্গ সংগঠন এবং তরিকতপন্থী সকল সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, এই মহাসমাবেশ 'আধিপত্যবিরোধী মুসলিম ঐক্য মঞ্চ'র ব্যানারে হলেও এর আয়োজনে ছিলো আহলে সুন্নাত ওয়াল জামাআত এবং সকল তরিকতপন্থী সংগঠন ও পীর মাশায়েখ।
দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় সমাবেশমুখী যানবাহনে বাধা, হামলা, স্থানীয় প্রশাসনের অসহযোগিতার পরও ঢাকা শহরে সুন্নী মুসলমানদের ঢল নামে, রাজধানী নারায়ে রিসালাত ইয়া রাসালুল্লাহর ধ্বনিতে মুখরিত হয়।
চাঁদপুর জেলার মূল নেতৃত্বে যাঁরা ছিলেন : শায়খ আশফাক আহমাদ উয়েসী রেফায়ী, এএইচএম আহসান উল্লাহ, হুমায়ুন কবির, মাওলানা আলমগীর শাহ, মুফতি ফজলুল কাদের বাগদাদী, পীরজাদা মাওলানা খাজা জুবায়ের, মাওলানা খোরশেদ আলম আল-কাদেরী, মাওলানা জহিরুল ইসলাম, আওলাদ হোসেন, আক্তার হোসেন, আবদুর রাহীম, বিল্লাল তালুকদার, পীরজাদা বদরুদ্দোজা, খাজা নূরুল আমিন, কামরুল হাসান, মাওলানা আবদুল হান্নান নিজামী, নবাব খান, মুন্নাফ তালুকদার প্রমুখ।