প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ২১:৪৭
বাংলা নববর্ষ উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
তারেক রহমান দেশের জনগণের সেবা করবে : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর জেলা বিএনপির বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, যে লোকটি বাংলাদেশের সংস্কৃতি নিয়ে বেশি চিন্তা করে তিনি হচ্ছেন আমাদের নেতা তারেক রহমান।
তিনি আরো বলেন, তারেক রহমান দেশের জনগণের সেবা করবে। আমরা যারা চাঁদপুরবাসী আছি সবাই আমরা তাঁকে সহযোগিতা করবো। সবাই তারেক রহমানের জন্যে দোয়া করবেন। এ অনুষ্ঠানকে সফল করার জন্যে আমার সাথে সবাই গত ১৫ দিন ধরে অনেক কষ্ট করেছেন। আমি সকল অঙ্গ সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞ।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড সলিম উল্লা সেলিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্য নেতৃবৃন্দসহ চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সন্ধ্যা থেকে জেলা জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় চাঁদপুর জেলা শহরের ১৭টি সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানে শিল্পীদের গান ও নৃত্য উপভোগ করেন দর্শনার্থীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর জেলা জাসাসের আহ্বায়ক রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, সদস্য সচিব মোবারক শিকদার ও পৌর কমিটির আহ্বায়ক শাওন পাটওয়ারী।
অনুষ্ঠানে মোট ১৭টি ইভেন্টের মাধ্যমে ১৬০ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া র্যাফেল ড্রর মাধ্যমে বিজয়ী আরো ৩০ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে পয়লা বৈশাখে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘদিন পর জেলা বিএনপির আয়োজনে এ রকম একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান হওয়ায় নেতা-কর্মীদেরকে অনেকটাই উচ্ছ্বসিত দেখা যায়।