সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ২১:৫৬

চাঁবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্যবসায় প্রশাসন বিভাগ

চাঁবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্যবসায় প্রশাসন বিভাগ
অনলাইন ডেস্ক

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় প্রশাসন  বিভাগ।

রোববার (২৭ এপ্রিল ২০২৫) বাবুরহাট স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় কম্পিউটার সায়েন্স এন্ড  ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্যবসায় প্রশাসন বিভাগ। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ করে ১ গোল, আর ব্যবসায় প্রশাসন বিভাগ করে ২ গোল।

ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র   আরাফাত এবং আল-আমিনের গোলে জয় পেয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ব্যবসায় প্রশাসন বিভাগ।

কম্পিউটার সায়েন্স এন্ড  ইঞ্জিনিয়ারিং বিভাগের হয়ে একমাত্র গোল করেন হাছিব।

প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করে ব্যবসায় প্রশাসন বিভাগের আরাফাত।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

প্রসঙ্গত, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন বিভাগ এই তিনটি বিভাগ নিয়ে আন্তঃবিভাগ ফুটবল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়