শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০০

হাড়কাঁপানো শীত

সাঈদুর রহমান লিটন
হাড়কাঁপানো শীত

সাঈদুর রহমান লিটন হাড়কাঁপানো শীত

হাড়কাঁপানো শীত পড়েছে

যায় না পথে হাঁটা,

শীতের প্রকোপ এতই বেশি

কাঁপছে সবার পাটা

হিমেল হাওয়া বইছে খুবই

কাঁপন ধরছে ঠোটে,

সূর্যটা আজ ডুবে আছে

রোদ ওঠেনি মোটে।

শাল চাদরে শীত মানে না

শীতের ছোবল গায়ে,

শীতের ছোবল যাচ্ছে চেনা

জুতাবিহীন পায়ে।

মুখ পুড়ে যায় বুক পড়ে যায়

শীতের এমন জ্বালা,

শীতের জন্য ব্যথায় ফাঁটে

সবার দু’কানের তালা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়