প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০
ফরিদগঞ্জে মাদকসহ আটক ২

ফরিদগঞ্জ থানা পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এরা হলেন : পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের কালা মিজি বাড়ির লোকমান হোসেনের ছেলে মো. আ. রহমান (৩৫) ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মধ্য ধানুয়া গ্রামের হারুন খানের ছেলে মো. ইয়াসিন খান (৩৩)।
|আরো খবর
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে পুলিশ গোপনসূত্রে অভিযান চালিয়ে পৌর শহরের কাছিয়াড়া এলাকা থেকে উভয়কে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আ. রহমানের বিরুদ্ধে ৯টি মাদক মামলা ও ১টি চুরির মামলাসহ ১০টি মামলা আদালতে চলমান রয়েছে।








