প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ২১:১০
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজের পর জুলাই গণঅভ্যুত্থানের চাঁদপুর চাঁদপুর শহর এলাকার টার্নিং পয়েন্ট বাস স্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীরা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’, গুলির মুখে কথা কবো’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’সহ রাষ্ট্র ও ক্ষমতাকাঠামো বিরোধী শ্লোগান দেন। তারা বলেন, শ্রম ও রক্ত দিয়ে শহীদ হাদি যে প্রেরণার মিনার গড়ে তুলেছেন, তা আরও উচ্চকিত রাখার শপথ নিয়ে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।








