প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১৪:৩৮
জাতীয় আইনগত সহায়তা দিবস ২৮ এপ্রিল

দ্বন্দ্বে কোন আনন্দ নাই/ আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই" এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে দেশের আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যকর সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকালে কুমিল্লা জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটি কুমিল্লার আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত হবে। তদুপলক্ষে সকাল সোয়া ৮টায় বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম।
ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির সকল বিজ্ঞ বিচারক ও জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ আইনজীবী, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কুমিল্লায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ সহ বিচারপ্রার্থী জনসাধারণকে যথাসময়ে উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান।