সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১৭:৪৮

ফ্যানের বাতাসে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ফ্যানের বাতাসে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
অনলাইন ডেস্ক

শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকাল ৭টার দিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ গুলিশা গ্রামের শেখের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান।

নিহত মনোয়ারা বেগম (৪৫) ওই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বাহার বলেন, মনোয়ারা তার ছেলেসহ সকালে ধান উড়াতে যান। এ সময় ধান উড়ানোর স্ট্যান্ড ফ্যানের সঙ্গে মনোয়ারার শরীরের অংশ লেগে যায়। এতে ফ্যানসহ পড়ে যান তিনি।

পরে মনোয়ারার ছেলে চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সূত্র : বিডি নিউজ ২৪

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়