সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ২১:৪৮

মতলব উত্তরে মেঘনা থেকে জাল ও নৌকাসহ জেলে আটক

মতলব উত্তরে মেঘনা থেকে জাল ও নৌকাসহ জেলে আটক
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ১টি নৌকা ও ২জন জেলেকে আটক করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল ২০২৫) সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব আটক করা হয়। আটককৃতদের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। রোববার (২৭ এপ্রিল ২০২৫) সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর এখলাশপুর, বোরোচর এলাকায় অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ১টি নৌকা জব্দ করা হয় এবং ২ জেলেকে আটক করা হয়। জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও নৌকা পুলিশের হেফাজতে রাখা হয় ।

আটককৃত ২ জন আসামিকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন : মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার বানিয়াইল গ্রামের প্রপেস আলী বেপারীর ছেলে স্বপন ও মতলব উত্তর উপজেলার বাংলাবাজারের আব্দুর রহমান মোল্লার ছেলে অলিউল্লাহ মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজি, উপ-পুলিশ পরিদর্শক কামরুজ্জামান ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, আটককৃত জেলেদের অর্থদণ্ড প্রদান করা হয়। কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়