সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ২১:২০

ফরিদগঞ্জে সাজাপ্রাপ্তসহ ১২ আসামি আটক

ফরিদগঞ্জে সাজাপ্রাপ্তসহ ১২ আসামি আটক
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত একজন ও নিয়মিত মামলার ১১ আসামিসহ ১২জন আটক হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল ২০২৫) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত একজন ও ৪ নারীসহ বিভিন্ন মামলার ১২জন আসামি আটক করা হয়।

আটককৃতরা হলেন : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামী নাজমুল ভূঁইয়া, নারী ও শিশু নির্যাতন দমন মামলায় খোকন মিয়া, যৌতুক নিরোধ আইনের মামলায় মনুহার বেগম, সুমন পাটোয়ারী, তাসলিমা বেগম, এন আই অ্যাক্টের মামলায় তাসলিমা বেগম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সুমন (৩৬), সুমনা (২৮), ওয়ারেন্টভুক্ত ফারুক ছৈয়াল, সেলিনা বেগম ও শামীম।

এদের আটকের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রোববার (২৭ এপ্রিল ২০২৫) আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়