প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১৬:২২
দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার উপদেষ্টার
মায়ের নানাবাড়ির টানে শ্রীনগরে উপদেষ্টা, কৃষি ও অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতি

|আরো খবর
২৬ এপ্রিল বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে অনুষ্ঠিত হলো বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। এ উপলক্ষে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কেটে উদ্বোধন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও।
উদ্বোধনী ধান কর্তন শেষে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "দেশ থেকে যদি দুর্নীতি নির্মূল করা যায়, তাহলে বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হবে। দুর্নীতি হচ্ছে উন্নয়নের প্রধান বাধা। এই ব্যাধিকে আমরা যদি সম্মিলিতভাবে দমন করতে পারি, তাহলে আমাদের উন্নয়নের গতি বহুগুণে বাড়বে।"
তিনি আরও বলেন, "শ্রীনগরের বড়ৈখালি এলাকায় আমার মায়ের নানার বাড়ি হওয়ায় এই এলাকার প্রতি আমার একটি বিশেষ টান রয়েছে। এই এলাকার খাল খনন, আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণসহ কৃষি ও অবকাঠামো উন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করবো ইনশাআল্লাহ।"
অনুষ্ঠানে বক্তারা আড়িয়াল বিল এলাকার কৃষি সম্ভাবনা তুলে ধরে বলেন, দেশের খাদ্য নিরাপত্তা রক্ষায় এই অঞ্চলের গুরুত্ব অপরিসীম। তারা আঞ্চলিক কৃষকদের সুবিধার্থে দ্রুত আধুনিক কৃষি অবকাঠামো নির্মাণের দাবি জানান।
স্থানীয় কৃষকরা জানান, "সরকারি উদ্যোগে খাল খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হলে আড়িয়াল বিলের ফসল উৎপাদন আরো বৃদ্ধি পাবে। একইসাথে উন্নত কোল্ড স্টোরেজ থাকলে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা সহজ হবে।"
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ফসলি জমি ঘুরে দেখেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করেন।