সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১৭:৫৬

কচুয়ায় খেলাফত মজলিশের মাসিক আলোচনা সভা

যোগ্য কর্মীগণ বাংলার জমিনে ইসলামী বিপ্লব কায়েম করবে : মুফতি আনিছুর রহমান কাসেমী

যোগ্য কর্মীগণ বাংলার জমিনে ইসলামী বিপ্লব কায়েম করবে : মুফতি আনিছুর রহমান কাসেমী
আলমগীর তালুকদার

খেলাফতে মজলিশ কচুয়া শাখার মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় কচুয়া বিশ্বরোডে অবস্থিত রাজমহল কমিউনিটি সেন্টারে উপজেলা খেলাফতে মজলিশের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে খেলাফতে মজলিশের সম্ভাব্য প্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমী।

তিনি তাঁর বক্তৃতায় বলেন, সংগঠনের মূল চালিকা শক্তি দায়িত্বশীল ও যোগ্য কর্মী। যোগ্য কর্মীগণ বাংলার জমিনে ইসলামী বিপ্লব কায়েম করবে । সে লক্ষ্যে যোগ্য কর্মী, দায়িত্বশীলদের দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানাই এবং সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে প্রতিটি ইউনিটের কমিটি গঠনের ওপর জোর দেই।

কচুয়া উপজেলা শাখার সভাপতি মুফতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি এবং সম্ভাব্য মেয়র প্রার্থী মুফতি রিয়াজুল হক মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, গোহট দক্ষিণ ইউনিয়নের সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, আশ্রাফপুর ইউনিয়নের সভাপতি মো. গিয়াস উদ্দিন, কচুয়া উত্তর ইউনিয়নের সভাপতি মো. সফিকুর রহমান, পালাখাল মডেল ইউনিয়নের সভাপতি মো. মাহবুবুর রহমান প্রমুখ। সভায় উপজেলা কমিটির সহ-সভাপতি মাওলানা আবদুল ওহাব, মাওলানা সফিকুর রহমান, পৌর কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও কর্মীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়