সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১৮:৩৪

দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর
ফরিদগঞ্জ ব্যুরো

টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে দুই কিশোরীর মধ্যে অসম সম্পর্কের ঘটনায় তাদেরকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে থানা পুলিশ রোববার (২৭ এপ্রিল ২০২৫) উভয় কিশোরীকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে পুলিশের কাছে থাকা অবস্থায় কিশোরী আরোহী মৃধা শনিবার (২৬ এপ্রিল ২০২৫) রাতে অসুস্থ হয়ে পড়ে। পুলিশ তাকে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করে সুস্থ করে তোলে।

এদিকে দুই কিশোরীকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার কিশোরী আরোহিকে তার পিতার কাছে এবং ফরিদগঞ্জ উপজেলার বিলকিস আক্তার রিতুকে তার বোনের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দুই ধর্মের দুই কিশোরীর পরিচয় টিকটকের মাধ্যমে। তারপর পরিচয় থেকে প্রণয়। ভালোলাগা থেকে ভালোবাসা। অসম প্রেমের সেই সূত্র ধরে ফরিদগঞ্জের কিশোরী ছুটে যান গোপালগঞ্জে তার ভালোবাসার মানুষকে নিয়ে আসতে। দুই কিশোরী চলে আসেন চাঁদপুরের ফরিদগঞ্জে। কিন্তু ফরিদগঞ্জের কিশোরীর অভিভাবকরা সেটি মেনে নেয়নি।

ওই কিশোরীরা হলো : ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউসুফ মিয়ার মেয়ে বিলকিস আক্তার রিতু ও গোপালগঞ্জের কোটালিপাড়ার অনিল মৃধার মেয়ে আরোহী মৃধা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়