শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৩:২২

চাঁদপুর শহরে গ্যাস লাইনে ফাটল : বিপদজনক পরিস্থিতি,আতঙ্কিত শহরবাসী

মোঃ জাকির হোসেন
চাঁদপুর শহরে গ্যাস লাইনে ফাটল : বিপদজনক পরিস্থিতি,আতঙ্কিত শহরবাসী
গ্যাস লাইনের পাইপ ফেটে যাওয়ার দৃশ্য। ছবি: আহসান উল্লাহ ।

চাঁদপুর শহরের আদালত পাড়ায় একটি বাসার গ্যাস লাইনে ফাটল থেকে ভয়াবহ গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকা আতঙ্কিত হয়ে ওঠে এবং বাসিন্দারা দ্রুত বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় আদালত পাড়ার একটি বাসায় গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। মুহূর্তের মধ্যেই গ্যাস বের হতে শুরু করে, যা একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। এলাকাবাসীরা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, চাঁদপুর অফিসে যোগাযোগ করেন। বাখরাবাদ গ্যাসের পদক্ষেপ: বাখরাবাদ গ্যাসের ম্যানেজার বিষয়টি জানার পর সংশ্লিষ্ট টেকনিক্যাল টিমকে ব্যবস্থা নিতে বলেন। তবে পুরান বাজার এলাকায় একই ধরনের আরেকটি গ্যাস লাইনের দুর্ঘটনা হওয়ায় সেখানে কাজ করতে ব্যস্ত থাকায় আদালত পাড়ার দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়নি। প্রায় ৪০ মিনিট পর গ্যাস অফিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাইজারের গোড়ায় চাবি বন্ধ করে গ্যাস নির্গমন বন্ধ করেন। ক্ষয়ক্ষতির পরিমাণ: তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে এ ধরনের ঘটনা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ ও দাবি: এলাকাবাসীর অভিযোগ, গ্যাস লাইনের মান এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন। তারা আরও দ্রুত সমস্যার সমাধান এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পুরনো গ্যাস লাইনগুলো সংস্কারের কাজ শীঘ্রই শুরু হবে এবং এ ধরনের সমস্যা যেন না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়