প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ
যারা ধর্ম নিয়ে মিথ্যাচার করে তারা নিকৃষ্ট ধরনের মিথ্যাবাদী
-----শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি বলেন, শুধু উৎসবকে সামনে রেখেই এই সম্প্রীতি সমাবেশ নয়, সবসময় সব কাজে আমাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে। ধর্মের নামে অত্যাচার-নিপীড়ন-হানাহানি চাইনি বলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাখো শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করা হয়েছে। জাতির পিতার নেতৃত্বে এদেশ স্বাধীন হওয়ার পর অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে সাম্প্রদায়িক সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে এদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করেছে।
|আরো খবর
তিনি আরো বলেন, আপনারা যখন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তখন এদেশে ধীরে ধীরে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন হয়েছে। আজকে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে মিলেমিশে এ দেশে বসবাস করছি। কোনো গোষ্ঠীর বা কোনো সম্প্রদায়ের বিশৃঙ্খল কোনো ঘটনার জন্য ধর্মকে দায়ী করা যায় না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কোনো ধর্মেরই নয়। যারা ধর্মানুরাগী, তাদের কাছে সকল ধর্মের মানুষই নিরাপদ। আমাদের সম্প্রীতির এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সোস্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী গুজব ছড়িয়ে থাকে। তাই আপনারা গুজবে কান দেবেন না। যা কিছু শুনেন যাচাই-বাছাই করে তারপর সেটাকে প্রচার করেন।
তিনি বলেন, এই দেশের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে ধর্মণ্ডবর্ণ নির্বিশেষে রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছে। ধর্ম তো শান্তির কথা বলে আমাদের দেশে ধর্মের নামে অপরাজনীতি চিহ্নিত। যারা এতিমের নামে অর্থ আত্মসাৎ করে, তারাও ধর্মের কথা বলে। একসময় বন্দুকের নল ঠেকিয়ে হিন্দুদেরকে পূজা করার কথা বলা হতো, তারা নিরাপত্তার অভাবে ঘর পূজারও সিদ্ধান্ত নিয়েছিলো।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে মসজিদণ্ডমন্দির-গির্জায় সকল ধর্মের মানুষ শান্তিতে তাদের ধর্ম চর্চা করতে পারছে। ধর্মে কিন্তু ভোটের কথাও বলা আছে। কারা কল্যাণকর কাজ করছে, দেশের উন্নয়ন করছে, সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে, তাদেরকে ভোট দেয়াও প্রত্যেকের দায়িত্ব। আমরা সকলে যে যেই ধর্মেরই হই না কেনো, আমাদের প্রতিটি সন্তানকে নিজ ধর্মের প্রতি দায়িত্ববান হিসেবে গড়ে তুলতে হবে। আমি মুসলমান, আমি যদি আমার ধর্মকে সম্মান করতে না পারি তাহলে অন্য ধর্মকে কীভাবে সম্মান করবো। আমি অবশ্যই আমার ধর্মকে চর্চা করার ব্যবস্থা করবো। আমি শিক্ষামন্ত্রী, শিক্ষাব্যবস্থায় আমি তো ধর্মকে বাদ দিইনি, ইসলামকে বাদ দিইনি। তাহলে কেনো আমার বিরুদ্ধে এতো মিথ্যা অপপ্রচার। আমি মুসলমান হয়ে যদি শিক্ষাব্যবস্থা থেকে ইসলামকে বাদ দিই, তাহলে অন্য ধর্ম আমার কাছ থেকে বাদ পড়বে। এগুলো মিথ্যা অপপ্রচার। আজ আপনাদেরকে জানিয়ে রাখলাম, আমার বিরুদ্ধে পূর্বেও অপপ্রচার হয়েছে। যারা ধর্ম নিয়ে মিথ্যাচার করে তারা নিকৃষ্ট ধরনের মিথ্যাবাদী বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার, জেলা স্কাউটসের সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রণজিত রায় চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম.আর. ইসলাম বাবু।