প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২১:২৩
হাজীগঞ্জে গ্রেফতারকৃত মিঠু কাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতা মিঠু কাজীর ফাঁসির দাবিতে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজীগঞ্জে আজাদ সরকার (৫০) হত্যা মামলার প্রধান আসামি মিঠু কাজীকে নারায়ণগঞ্জ থেকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ। টোরাগড় এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকার সরকার বাড়ির সামনে থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর হাজীগঞ্জ পশ্চিম বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আওয়ামী লীগ নেতা মিঠু কাজীর ফাঁসি ও অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বক্তব্য রাখেন হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম, শহীদ আজাদ সরকারের ছেলে হিমেল।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন যুবনেতা মহসিন পাটওয়ারী, শ্রমিক নেতা সোহেল রানা, ছাত্রনেতা শামসুদ্দীন নূর ও সাখাওয়াত সরকার। এই কর্মসূচিতে এলাকার কয়েক শতাধিক লোকজন এবং ছাত্রদলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তথ্য-প্রযুক্তির সহযোগিতায় বুধবার (২ জুলাই ২০২৪) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে মিঠু কাজীকে গ্রেফতার করা হয়। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও টোরাগড় এলাকার কাজী বাড়ির মৃত মেন্দু কাজীর ছেলে।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) দুপুরে তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে মিঠু কাজীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।