প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২১:৫০
ফরিদগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলায় নারীসহ আহত ৩

ফরিদগঞ্জের ঘোড়াশালা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত জান্নাত (২২) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
|আরো খবর
থানায় দায়েরকৃত অভিযোগ ও আহত জান্নাত আক্তার জানান, রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে তাদের সাথে একই বাড়ির প্রতিবেশীর জমি সংক্রান্ত ঝামেলা থাকায় তারা প্রায়শই বাড়ির রাস্তা দিয়ে মালামাল আনা নেয়ার সময় বাধা প্রদানসহ নানা ধরনের ব্যাঘাত সৃষ্টি করতো। এ নিয়ে শত্রুতা সৃষ্টি হয়। এরই জের ধরে গত ৩০ জুন বিকেলে প্রতিপক্ষ আরাফাত, আজিমসহ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করেই আমাদের বসতঘরে প্রবেশ করে হামলা করে। হামলায় আমি ও আমার স্বামী মানিক হোসেন গুরুতর আহত হই। আমাদের ডাক চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে তারা কম-বেশি আহত হয়। এ সময় হামলাকারীরা বসতঘরে লুটপাট ও ভাংচুর চালায়। নগদ অর্থ, স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় আমরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা নিতে পেরেছি। পরে উপায়ন্তর না দেখে আমি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের আলোকে থানা পুলিশ ঘটনাস্থল ইতোমধ্যে পরিদর্শন করেছে।
ঘটনার বিষয়ে আরাফাত ও আজিমের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। তবে তাদের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই পক্ষ আদালতে পাল্টা অভিযোগ দায়ের করেছে।