বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০০:০৫

রোগীবান্ধব তত্ত্বাবধায়ক

অপারেশনের রোগীদের জন্যে পোস্ট অপারেটিভ : চব্বিশ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
রোগীবান্ধব তত্ত্বাবধায়ক
ছবি :চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অপারেশন রোগীদের জন্যে নতুনভাবে তৈরি করা আধুনিক পোস্ট অপারেটিভ রুমে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমানের মানবসেবা এবং রোগীবান্ধব মানসিকতায় হাসপাতালটিতে সুযোগ সুবিধা এবং সেবার মান বাড়ছে।

তত্ত্বাবধায়ক মহোদয় রোগীদের সেবার মান কীভাবে বাড়াবেন সেটা নিয়েই সবসময় ভাবেন। তার প্রমাণ পাওয়া গেলো হাসপাতালের অপারেশনের রোগীদের জন্যে পোস্ট অপারেটিভ সেবা চালু করার মধ্য দিয়ে।

এই সার্ভিসটি দু মাস হলো হাসপাতালে চালু করা হয়েছে। অপারেশন থিয়েটার ব্লকের ভেতর ঢুকতেই এই পোস্ট অপারেটিভ রুম। ১১ শয্যার এই রুমটি টাইলস এবং একাধিক এসি দিয়ে যেভাবে পরিপাটি করে সাজানো হয়েছে, যা দেখলে কোনোভাবেই সরকারি হাসপাতালের (সচরাচর অবহেলিত যা দেখা যায়) পরিবেশ বা এমন সেবার সুযোগ মনে হবে না।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান জানান, “যে কোনো জটিল অপারেশনের রোগীকে অপারেশন করার পর ২৪ ঘণ্টা তার জন্যে ক্রিটিক্যাল সময়। এ সময়টাতে রোগীকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা দরকার। সে প্রয়োজন অনুভব থেকেই নিজ থেকে উদ্যোগ গ্রহণ করে এখানে অপারেশন রোগীদের জন্যে পোস্ট অপারেটিভ রুম তৈরি করেছি। যতোটুকু সম্ভব এটাকে আধুনিকায়ন করেছি। এখানে ২৪ ঘণ্টা জটিল অপারেশন রোগীকে রাখা হয়। তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকেন।”

বুধবার (২ জুলাই ২০২৫) এই পোস্ট অপারেটিভ রুমে গিয়ে দেখা গেলো পাঁচজন অপারেশন রোগী রয়েছে এবং তাদেরকে প্রয়োজনীয় সেবা দেয়া হচ্ছে।

এমন সেবায় রোগী এবং রোগীর স্বজনরা সন্তুষ্ট।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়