প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২১:৫৫
অ্যাড. তাহের হোসেন রুশদীর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অ্যাড. তাহের হোসেন রুশদীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত, স্মরণসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই ২০২৫) সকালে শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
|আরো খবর
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম সারওয়ার, শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, মরহুমের বড়ো ছেলে বগুড়া ফাইভস্টার হোটেল মম ইন-এর ম্যানেজার মো. রুবেল রুশদী, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল কাদের হাজরা, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. হানিফ মিয়া, মো. জহিরুল ইসলাম খান মুরাদ, শাহতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা এমদাদ উল্লাহ, মাওলানা মোহাম্মদুল্লা, মো. বেলায়েত হোসেন মিজি, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তারসহ অনেকে।
স্মরণসভা শেষে শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। কর্মসূচির শুরুতেই সকাল ৯টায় শাহতলী রুশদী বাড়ি জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় মরহুমের কবর জিয়ারত করা হয়। এ উপলক্ষে রুশদী পরিবারের পক্ষ থেকে শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোর্ডিং, ছাত্রাবাস ও পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা, এতিমখানায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর মাঝে তবররুক বিরতণ করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪ জুলাই ঢাকা শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাড. তাহের হোসেন রুশদী ইন্তেকাল করেন।