প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৪:৫৮
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর শহর জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল
শহীদ আবু সাঈদ-মুগ্ধ আমাদের ভবিষ্যতের দিশারী’—আবেগঘন স্মৃতিচারণ ও শপথ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা ও নিহত সকল শহীদের স্মরণে চাঁদপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার বাদ আসর (১ জুলাই ২০২৫) চাঁদপুর শহরের রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে এই দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।
আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। সভাপতিত্ব করেন শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাড. মো. শাহজাহান খান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহমেদ।
আহত ও শহিদদের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান অতিথি বলেন, “জুলাই আমাদের জন্যে শুধুই একটি মাস নয়, এটি একটি রক্তাক্ত স্মৃতির নাম।” ২০২৪ সালের সেই বিভীষিকাময় জুলাইয়ের কথা মনে হলেই হৃদয়টা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। ইসলাম, ইনসাফ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে যেভাবে আমাদের ভাইয়েরা হামলার শিকার হয়েছেন, শহীদ হয়েছেন তা আজও বিশ্বাস করতে কষ্ট হয়। শহীদ আবু সাঈদ, মুগ্ধ সহ অসংখ্য তাজা প্রাণ ঝরে গেছে এই আন্দোলনে।
তিনি বলেন, “সেদিন তারা শহীদ হলেন, সেদিন যেন শুধু একজন মানুষ নয়, এক ইতিহাস, এক ন্যায়বোধ, এক স্বপ্ন ধ্বংস হয়ে গেলো। তাদের সঙ্গে আরও যারা শহীদ হয়েছিলেন, তাদের প্রতিটি নাম আজও গৌরবের সঙ্গে উচ্চারণ করি আমরা। তারা শুধু আমাদের অতীত নয়, আমাদের ভবিষ্যতের দিশারী।”
জামায়াতের এই নেতা আরও বলেন, “আজ এই দিনে আমি বিনম্র শ্রদ্ধা জানাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং সকল শহীদের প্রতি। তাঁদের রক্ত বৃথা যাবে না। তাঁদের স্বপ্নই আমাদের লাল-সবুজ পতাকার মূল শক্তি হয়ে থাকবে।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, নিশ্চয়ই আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করবেন।
শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
শহর জামায়াতের সহ-সেক্রেটারি মো. সবুজ খান, জামায়াত নেতা গোলাম মাওলা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ডিসিকে/এমজেডএইচ