প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২১:৫৭
সাচারে লাখো ভক্তের অংশগ্রহণে উল্টোরথ উৎসব সম্পন্ন

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচারে লাখো ভক্তের অংশগ্রহণে উল্টো রথ উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে জগন্নাথ ধাম প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভারতীয় উপ-মহাদেশের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ দেবের ১৫৮তম উল্টো রথযাত্রা উৎসব বর্ণাঢ্য আয়োজনে লাখো ভক্তের অংশগ্রহণে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হযেছে। বিকেলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাচার পূর্ব বাজার থেকে ভক্তবৃন্দ রথ টেনে সাচার জগন্নাথ ধাম মন্দির প্রাঙ্গণে নিয়ে যায়। ভক্তবৃন্দের আগমন ও ধ্বনির আওয়াজে সমগ্র এলাকা মুখরিত হয়।
|আরো খবর
দুপুরে সাচার জগন্নাথ ধাম, পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বাবু বটু কৃষ্ণ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।
তিনি বলেন, আমরা কচুয়াবাসী ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একই বন্ধনে একসাথে থাকতে চাই। ধর্মের বিষয়টি সবার নিজস্ব। সাচারের ঐতিহ্যবাহী রথ কচুয়াকে সমগ্র দেশব্যাপী পরিচিতি করিয়েছে। বিগত চার দলীয় জোট সরকারের আমলে আমি প্রতিমন্ত্রী থাকাকালীন ১৮ লাখ টাকা ব্যয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের জন্যে রথঘরটি নির্মাণ করে দিয়েছি।
এ সময় কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম, সাচার জগন্নাথ ধাম, পূজা ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক বাসুদেব সাহাসহ বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।