রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ২০:৪১

কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪টি প্রতিষ্ঠানকে নব্বই হাজার টাকা অর্থদণ্ড

মো. নাছির উদ্দিন।।
কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪টি প্রতিষ্ঠানকে নব্বই হাজার টাকা অর্থদণ্ড

কচুয়ায় ৪টি বেকারীকে নব্বই হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু নাছিরের তত্ত্বাবধানে রোববার (১৮ জানুয়ারি ২০২৬ ) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানের বেকারীতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো : চৌমুহনী বাজারের সোনিয়া বেকারী ১৫ হাজার টাকা, ইনসাফ ফুড প্রোডাক্ট ৪০ হাজার টাকা, গুলবাহার বাজারের রয়েল বেকারী ২০ হাজার টাকা ও বালিয়াতলির রহমানিয়া ফুড ১৫ হাজার টাকা।

অভিযানের সময় কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আহসান উল্লাহসহ কচুয়া থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেছে। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়