প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২২:১৪
মৌলভীবাজারের পৃথক স্থান থেকে দু প্রাণী উদ্ধার

মৌলভীবাজারের পৃথক স্থান থেকে দুটি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকেলে মৌলভীবাজার জেলার নজিরাবাদ ইউনিয়নের দুগর গ্রামে স্থানীয়রা একটি গাছের ডালে আটকে থাকা একটি শকুন ঝুলে থাকতে দেখেন। শকুনটি গাছের ডালে পা আটকে থাকায় উড়তে পারছিলো না। পরে স্থানীয় লোকজন শকুনটিকে গাছ থেকে নামিয়ে আনেন। শকুনটি উড়াল দিতে না পারায় আউলিয়া মিয়া নামের এক ব্যক্তি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে রাত ১০টার দিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে শকুন পাখিটি উদ্ধার করেন।
এছাড়াও বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার ডলুবাড়ি এলাকায় একটি ফলদ বাগানে শ্রমিকরা কাজ করতে গিয়ে একটি বিষধর পিট ভাইপার সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাগান মালিক সাংবাদিক শামীম আক্তার হোসেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্ধার টিম ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, উদ্ধারকৃত শকুনটি অসুস্থ থাকায় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাণী দুটিকে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকালে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।








