শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক
  •   প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১০:১৬

দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থীর বড়োভাইয়ের মৃত্যু

দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থীর বড়োভাইয়ের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সদস্য ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জুর বড়োভাই 'নুরুল ইসলাম লেবু' (৭৫) নির্বাচনী প্রচারণাকালে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

নিহত নুরুল ইসলাম লেবু উপজেলার ভাবকী গ্রামের মৃত খাদেমুল ইসলামের বড়োছেলে। তিনি ঢাকার মোহম্মদপুরের বাসিন্দা টেক্সটাইল কর্মকর্তা।

১৫ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) উপজেলার নিজপাড়া ইউনিয়নে সন্ধ্যা ৭টায় ছোট ভাই মো. মনজুরুল ইসলাম মঞ্জুর ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। এ সময় দলীয় নেতাকর্মীরা দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পথেই ইন্তেকাল করেন।

১৬ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় কবিরাজহাট রহিম বখস উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়