প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৯:১৪
ফরিদগঞ্জে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন করলেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম

ফরিদগঞ্জ পৌর এলাকার সাহাপুর গ্রামে দৃষ্টিনন্দন বাইতুল আবরার জামে মসজিদটি শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) দুপুরে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। মসজিদ উদ্বোধন ও নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মুহিউদ্দিন কাসেম। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ক্বারী হাবিবুর রহমান, মসজিদের প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন পাটওয়ারী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদ আহমেদ রিপন, বাংলাদেশের আলোর পত্রিকার সম্পাদক মফিজুল ইসলাম বাবু এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ।








