প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৪:৫৪
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সেক্রেটারীর বক্তব্য

আমি রোটারী পরিবারের সন্তান। আমার বাবা রোটারী আন্দোলনে জড়িত ছিলেন। তিনি হবিগঞ্জ রোটারী ক্লাবের সভাপতির দায়িত্বপালন করেন। বাবার অনুপ্রেরণায় আমার স্বামী অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম চঁাদপুর রোটারী ক্লাবে যোগদান করেন এবং সেক্রেটারী ও সভাপতির দায়িত্বপালনের সুযোগ পান। আমার বোনেরা রোটারীর নারী সংগঠন ইনার হুইলের সঙ্গে বহু আগে থেকেই সম্পৃক্ত। আমিও চঁাদপুরে এমন সম্পৃক্ততার সুযোগ খুঁজছিলাম। অবশেষে সন্ধান পেলাম ইনার হুইল ক্লাব অব চঁাদপুর সেন্ট্রালের। এ ক্লাবে সদস্য হিসেবে যোগদান করে বিভিন্ন পদে দায়িত্বপালনশেষে ২০২৫-২০২৬ বর্ষে সম্পাদকের দায়িত্বে অধিষ্ঠিত হই ক্লাবের সাবেক সভাপতি ও সদস্যদের বদান্যতায়। আমার স্বামী ২০২০-২০২১ রোটারী বর্ষে চঁাদপুর রোটারী ক্লাবের সম্পাদক হিসেবে দায়িত্বপালনকালে যঁাকে (নাসির উদ্দিন খান) সভাপতি হিসেবে পেয়েছিলেন, তঁার স্পাউস ডালিয়া খানমকে আমাদের ক্লাবে এ বছর সভাপতি হিসেবে পেয়ে আমি ধন্য। তিনি ক্লাবকে গতিশীল রাখার জন্যে যথেষ্ট আন্তরিক ও সক্রিয়।
আজ ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার আমাদের ক্লাবের জন্যে অনেক আনন্দের। কেননা ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮, বাংলাদেশ-এর চেয়ারম্যান জেসরিনা হায়দার আমাদের ক্লাব ভিজিটে আসছেন। তঁার এ শুভাগমনকে স্মৃতির পাতায় ধরে রাখতে আমরা দৈনিক চঁাদপুর কণ্ঠে ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নিয়েছি।
আজকের শুভক্ষণে চেয়ারম্যান মহোদয় ও তঁার সফরসঙ্গীদের চঁাদপুরে সাদর অভ্যর্থনা জানাচ্ছি এবং ক্লাবের সাবেক সভাপতি সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা এবং আমাকে সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি।
ফাহমিদা খান
সম্পাদক (২০২৫-২০২৬)
ইনার হুইল ক্লাব অব চঁাদপুর সেন্ট্রাল।








