প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৪:৪৪
জাতীয় পর্যায়েও নুসরাতের শ্রেষ্ঠত্ব বজায় থাকুক

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় চঁাদপুর জেলায় কলেজ পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন সামিরা মেহনাজ নুসরাত। তিনি চঁাদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্য, সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, নৈতিকতা, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতার সমন্বয়ে তিনি এ গৌরবময় স্বীকৃতি অর্জন করেন। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ কৃতী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বাছাই প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা, মৌখিক মূল্যায়ন, সৃজনশীলতা, ব্যক্তিত্ব, নেতৃত্বের সক্ষমতা ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়। সব ধাপের সম্মিলিত মূল্যায়নে সামিরা মেহনাজ নুসরাতকে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
এমন সাফল্যে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সামিরা মেহনাজ নুসরাত বলেন, ‘এই অর্জনের পেছনে আমার বাবা-মা, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের অবদান সবচেয়ে বেশি। তঁাদের অনুপ্রেরণা ও সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চাই।” সামিরা মেহনাজ নুসরাতের কৃতিত্বে শিক্ষক, সহপাঠী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা বিপুল আনন্দ-অভিব্যক্তি প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, নুসরাতের এ অর্জন চঁাদপুর জেলার শিক্ষার্থীদের জন্যে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতে তিনি জাতীয় পর্যায়েও আরও বড়ো সাফল্য অর্জন করবেন।
আমরাও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সামিরা মেহনাজ নুসরাতের বড়ো সাফল্যই কামনা করি। জেলা পর্যায়ে নুসরাতের সাফল্যের খবরটি তিনি যেভাবে গণমাধ্যম পাঠিয়েছেন, সেখানেও তার মুন্সিয়ানা ছিলো লক্ষণীয়। তিনি নিঃসন্দেহে চৌকস। আমাদের বিশ্বাস, নুসরাত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও তার শ্রেষ্ঠত্ব বহাল রাখবেন এবং জাতীয় পর্যায়েও। আমরা তার জন্যে অশেষ শুভ কামনা করছি। নুসরাত চূড়ান্ত সাফল্য অর্জনে যদি ব্যর্থ হন (আল্লাহ না করুক), তারপরও তার জন্যে আমাদের দোয়া থাকবে এমন-নুসরাত যেনো প্রাতিষ্ঠানিক সর্বোচ্চ শিক্ষার্জনের মাধ্যমে মানুষের মতো মানুষ হয় এবং দেশপ্রেমের আত্যন্তিকতায় দেশের সেবায় নিজের আত্মনিবেদনকে সর্বাত্মক করার মানসিকতাসম্পন্ন হয়। মহান আল্লাহ তার সর্বাঙ্গীণ কল্যাণ করুক।








