প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:০১
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের মনোনয়ন পেয়েছেন এনসিপির মাহাবুব আলম

দীর্ঘদিনের নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জামেয়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোটের লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন এনসিপির মাহবুব আলম।তিনি কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বড়োভাই। তিনি রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের বিএনপি'র সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার বড়ো ছেলে। তাঁর বাড়ি ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মোল্লাবাড়ি।
|আরো খবর
তফসিল ঘোষণার পর থেকেই তিনি নির্বাচনী কাজে এলাকায় বেশ তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তাঁর মনোনয়ন পাওয়ার সংবাদটি তিনি নিজেই শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সাংবাদিকদের নিশ্চিত করেছেন।







