বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২০:০০

এক ইউনিয়নের প্রায় দু শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার।।
এক ইউনিয়নের প্রায় দু শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় দুশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেয়া নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। যোগদানকৃত নেতাকর্মীদের মধ্যে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের একজন বর্তমান সদস্য সফিকুল কুড়ালি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলী আহম্মদ বেপারীও রয়েছেন।

যোগদান অনুষ্ঠানে রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রেখে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন সংবাদ মাধ্যমকে বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের দুঃশাসন, দলীয় স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কর্মকাণ্ডে সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। সেই প্রেক্ষাপট থেকেই রাজরাজেশ্বর ইউনিয়নের ২০০ নেতাকর্মী আজ জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। এই যোগদানের ফলে চাঁদপুর সদর উপজেলায় বিএনপি সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী হবে। দলে তাদের স্বাগত জানানো হয়েছে।

এদিকে বিএনপিতে আওয়ামী লীগ নেতাকর্মী- সমর্থকদের এই যোগদান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে বিরূপ মন্তব্য করেন। একজন লিখেছেন, খলিল ভাই সেইফ নিলেন। আরেকজন লিখেন

এই স্বভাবের ব্যক্তিগণ কোনো সংগঠনের গঠনতন্ত্র ধারণ করে না,

এরা সবাই সুবিধাবাদী, চাটুকার, এরা সকল রাজনৈতিক দলের জন্যে ক্ষতির কারণ। আরেকজন লিখেন, একেই বলে খাল কেটে কুমির আনা, এর ফিডব্যাক পেতে বেশি সময় লাগবে না, দু-তিন বছরের মধ্যেই শুরু হবে দলীয় বিশৃঙ্খলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়