শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৪:৫০

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতির বক্তব্য

অনলাইন ডেস্ক
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতির বক্তব্য

আমার স্বামী (নাসির উদ্দিন খান) তঁার ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রাজনীতি ও সমাজকল্যাণমূলক সংগঠনের সাথে জড়িত থেকে নিঃস্বার্থ সেবামূলক কাজ করেন এবং এ সংক্রান্ত অনেক কিছুই আমার সাথে শেয়ার করেন। তিনি চঁাদপুর রোটারী ক্লাবের সাথে জড়িত দীর্ঘদিন ধরে। তিনি এ ক্লাবে সেক্রেটারী ও সভাপতি সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করে রোটারী ডিস্ট্রিক্টে অ্যাসিস্টেন্ট গভর্নর ও ডেপুটি গভর্নর সহ বিভিন্ন দায়িত্বপালন করেছেন ও করছেন। তঁার সাথে রোটারীর বহু কার্যক্রমে অংশ নিতে আমি চঁাদপুরসহ দেশের বিভিন্ন স্থানে যাই। তখন আমার সাথে চঁাদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ভাইয়ের স্ত্রী অর্থাৎ আমাদের প্রিয় ভাবী মাহমুদা খানমের সাথে ঘনিষ্ঠতা তৈরি হয়। তখন জানতে পারি যে, তিনি আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইলের সাথে জড়িত, যার সেবামূলক কার্যক্রম আমাকে আকৃষ্ট করে। তঁার হাত ধরেই আমি চঁাদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবে যোগদান করি এবং সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে ক্লাবের বিভিন্ন পদে দায়িত্ব পালনের সুযোগ পাই।

অবশেষে সদস্যদের আন্তরিক সমর্থন ও সহযোগিতায় ২০২১-২২ বর্ষে সম্পাদক তথা সেক্রেটারীর দায়িত্ব নেই। আমি কৃতজ্ঞ আমার ক্লাব সদস্যদের প্রতি, যারা দ্বিতীয় মেয়াদে অর্থাৎ ২০২২-২৩ মেয়াদে আমাকে সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছেন। পরপর দু বছর সম্পাদকের দায়িত্বপালন করার কারণেই ক্লাব সদস্যগণ ২০২৫-২০২৬ বর্ষে আমাকে ক্লাবের সভাপতির দায়িত্বগ্রহণের সুযোগ দেন। কাকতালীয় বিষয় হলো, ২০২০-২০২১ রোটারী বর্ষে আমার স্বামী নাসির উদ্দিন চঁাদপুর রোটারী ক্লাবের সভাপতি থাকাকালীন তঁার সাথে সম্পাদক হিসেবে যে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম দায়িত্বপালন করেন, তঁারই স্পাউস অধ্যাপিকা ফাহমিদা খানম আমার সাথে আমাদের ক্লাবের সম্পাদকের দায়িত্বপালনের সুযোগ পেয়েছেন, যেটা অনেক আনন্দদায়ক ও স্বস্তিপূর্ণ বিষয়।

আমরা দুজন ক্লাবের সাবেক সভাপতি ও সদস্যদের আন্তরিক সহযোগিতায় ২০২৫ সালের ১ জুলাই আমাদের দায়িত্বগ্রহণের শুরু থেকেই সেবামূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছি। আমরা এ বছর চঁাদপুর রোটারী ক্লাবের সাথে একটি মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছি। সেটি হচ্ছে, চঁাদপুর জেলার প্রথম কিন্ডারগার্টেন হিসেবে প্রতিষ্ঠিত রেলওয়ে কিন্ডারগার্টেনের ভবন সংস্কার কাজ। এক্ষেত্রে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর বর্তমান চেয়ারম্যান জেসরিনা হায়দারের প্রণোদনায় ডিস্ট্রিক্টের বিভিন্ন ক্লাবও সহযোগিতা করেছে। এজন্যে আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

সৌভাগ্যের বিষয় হচ্ছে, এ মেগা প্রজেক্টটি পরিদর্শন ও আমাদের ক্লাব ভিজিটে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জেসরিনা হায়দার আজ চঁাদপুর আসছেন। তঁার এ শুভাগমনকে স্মরণীয় করে রাখতে আমরা চঁাদপুরের সর্বপ্রথম ও সর্বাধিক প্রচারিত দৈনিক চঁাদপুর কণ্ঠে ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নিয়েছি।

আমাদের বিশ্বাস, আমাদের গৃহীত অন্যান্য কর্মসূচি সহ ডিস্ট্রিক্ট চেয়ারম্যানের চঁাদপুরে আগমন সর্বাত্মক সার্থক হবে। আমি ক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ও সেক্রেটারীসহ তঁাদের সকল সফরসঙ্গীকে

প্রাণঢালা অভিবাদন জানাচ্ছি।

ডালিয়া খানম

সভাপতি (২০২৫-২০২৬)

ইনার হুইল ক্লাব অব চঁাদপুর সেন্ট্রাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়