বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩

সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান

প্রবীর চক্রবর্তী।।
সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান

সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলার সেনাক্যাম্প কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) রাতে গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে চাঁদপুর জেলার কয়েকটি স্থানে সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে প্রতারণা ও চাঁদাবাজির তথ্য উঠে এসেছে কুচক্রী মহলের বিরুদ্ধে--এমন অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ সেনাবাহিনী নীতি ও আদর্শের বাইরে কোনো প্রকারের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। কেউ যদি সেনাবাহিনী অথবা ফরিদগঞ্জ সেনাক্যাম্পসহ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙ্গিয়ে এমন অপরাধমূলক কর্মকাণ্ড করে, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়াসহ এ সকল বিষয়ে সতর্ক থাকার জন্যে জনসাধারণকে অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়