প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২১:১৩
১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা মুলতবি

আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার পর্যন্ত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা মুলতবি করা হয়েছে। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকেলে দ্বিতীয় অধিবেশনশেষে উপস্থিত সিনিয়র আইনজীবীদের সামনে এ ঘোষণা দেন সমিতির বর্তমান সভাপতি অ্যাড. বাবর বেপারী।
|আরো খবর
নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সারাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সকল প্রকার নির্বাচন না করার নির্দেশ দিয়েছেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় সিনিয়র আইনজীবীরা তাদের বক্তব্যে বর্তমান কমিটিকে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সভা মুলতবি রাখার প্রস্তাব দেন। যাতে করে সরকারের দেওয়া নির্ধারিত তারিখের পরে সমিতির বার্ষিক প্রতিবেদন পাস ও নির্বাচন তফসিল ঘোষণা করা যায়।
এর আগে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নিচতলায় দুপুর ১২ টায় বার্ষিক সাধারণ সভা শুরু হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সমিতির বর্তমান সভাপতি অ্যাড. বাবর বেপারী। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন (মেহেদী হাসান )। নামাজ ও আপ্যায়নের জন্যে প্রথম অধিবেশন শেষ হয় দুপুর সোয়া ১ টায়।
বিকেল ৪টায় দ্বিতীয় অধিবেশনের বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম, সিনিয়র আইনজীবী অ্যাড. ইকবাল-বিন-বাশার, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. আহছান হাবীব, অ্যাড. কামাল উদ্দীন আহমেদ, অ্যাড. হেদায়েত উল্লা, অ্যাড. শেখ আবুল খায়ের সালেহ, অ্যাড. রফিকল হাসান রিপন, অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড.শামছুল ইসলাম মন্টু, অ্যাড. আলম খান মঞ্জু প্রমুখ।








