প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৯:২০
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক ও সাংবাদিক সমাবেশ শনিবার

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের নবাগত কার্যকরী পরিষদের বর্ণাঢ্য অভিষেক ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই বর্ণিল আয়োজন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ।
জানা গেছে, অভিষেক ও সাংবাদিক সমাবেশ উপলক্ষে স্থানীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। বর্ণিল এ অনুষ্ঠানে থাকছে আরো নানা আয়োজন।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, শহরের মাঠ পর্যায়ে কর্মরত শুধুমাত্র পেশাদার সাংবাদিকবৃন্দ ও জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সেক্রেটারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী। অনুষ্ঠান পরিচালনা করবেন প্রেসক্লাবের নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ।








