শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২০:০৫

শাহরাস্তিতে কলেজ পর্য়ায়ে ওয়ালিউর রহমান মোল্লা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

মো. আবুল কালাম।।
শাহরাস্তিতে কলেজ পর্য়ায়ে ওয়ালিউর রহমান মোল্লা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ওয়ালিউর রহমান মোল্লা কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় তিনি এ গৌরব অর্জন করেন। প্রসঙ্গত, তিনি ২০২৪ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নিবার্চিত হয়েছিলেন। তিনি ২০০৮ সালে সূচীপাড়া ডিগ্রি কলেজে প্রভাষক পদে যোগদান করে ২০২৩ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের প্রয়াত শিক্ষক মো. নূরুল ইসলামের পুত্র। ব্যক্তি জীবনে তিনি ১ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। তাঁর মায়ের অনুপ্রেরণায় তিনি শিক্ষকতা পেশায় এসেছেন বলে জানান। এ অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর স্বপ্ন একজন আদর্শ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে চাকরি জীবন শেষ করা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়