রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৮:০৯

বাবুরহাট স্কুল ও কলেজের শিক্ষক শহীদুল্লাহ খান গুরুতর অসুস্থ: ইউনাইটেড হাসপাতালে ভর্তি

পলাশ দে
বাবুরহাট স্কুল ও কলেজের শিক্ষক শহীদুল্লাহ খান গুরুতর অসুস্থ: ইউনাইটেড হাসপাতালে ভর্তি

চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল্লাহ খান (শিক্ষার্থীদের কাছে যিনি 'ছোট শহীদ স্যার' নামে পরিচিত) গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শিক্ষক শহীদুল্লাহ খানের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাওয়া হয়েছে। স্যারের ছোট ছেলে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডাঃ নজিবুল্লাহ তার পিতার সুস্থতার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ কর্মজীবনে শহীদুল্লাহ খান স্যার অগণিত শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তার অসুস্থতার খবরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যারের দ্রুত সুস্থতা কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়