রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ২০:১৯

ভ্রাম্যমাণ আদালতে বাধা ও ম্যাজিস্ট্রেটকে অবমাননা!

ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ‘অ্যাকশন’:

---------------------বরখাস্ত হলেন সেই আলোচিত ইউপি চেয়ারম্যান!

বিশেষ সংবাদদাতা
ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ‘অ্যাকশন’:
ছবি :সংগৃহীত

নেত্রকোণার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান এবং ম্যাজিস্ট্রেটের সাথে অসদাচরণের অভিযোগে লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে রোববার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অভিযুক্ত জনপ্রতিনিধি ভ্রাম্যমাণ আদালত চলাকালীন ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি এবং আদালত অবমাননা করেছেন। তার এই কর্মকাণ্ডকে ক্ষমতার অপব্যবহার এবং অসদাচরণ হিসেবে গণ্য করে প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গতকাল বিকেলে, যখন লেংগুরা বাজারে সরকারি জমিতে অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে অভিযান চালানো হচ্ছিল। সে সময় চেয়ারম্যান দাবি করেন যে, ইউনিয়ন পরিষদ এলাকায় আদালত পরিচালনা করতে হলে তাকে আগে অবহিত করতে হবে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

উপজেলা প্রশাসন জানায়, ইউনিয়ন এলাকায় আদালত পরিচালনার জন্য চেয়ারম্যানের অনুমতির কোনো আইনি বাধ্যবাধকতা নেই। সরকারি কাজে বাধা দেওয়া সরাসরি আইনের পরিপন্থি হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়