রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৪

মৌলিক অধিকারসহ ১২ দফা দাবিতে ইমারত নির্মাণ শ্রমিকদের সমাবেশ

সংবাদদাতা।।
মৌলিক অধিকারসহ ১২ দফা দাবিতে ইমারত নির্মাণ শ্রমিকদের সমাবেশ

নির্মাণ শ্রমিকদের দাবি দিবসে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে অর্থ বরাদ্দ করে মৌলিক অধিকারসহ ১২ দফা দাবি বাস্তবায়ন করার দাবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার সমাবেশ রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ১১ টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ইলিশ চত্বরে অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সরকারি উদ্যোগে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে থানা ও ওয়ার্ডভিত্তিক এবং সারাদেশে জেলা ও উপজেলাভিত্তিক নির্মাণ কলোনী স্থাপন করে সুলভ মূল্যে দীর্ঘমেয়াদী লীজ প্রদানের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের

ছেলেমেয়েদের লেখাপড়ার জন্যে স্কুল এবং চিকিৎসা কেন্দ্র স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে হবে। শ্রম আইনের আওতায় নির্মাণ শ্রমিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে। দুর্ঘটনায় নিহত এবং আহত বা আজীবন

পঙ্গুত্ববরণকারী শ্রমিকদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে এক সমপরিমাণ ক্ষতিপূরণের ভিত্তিতে শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে। নারী নির্মাণ শ্রমিকদের সমকাজে সমমজুরি নিশ্চিত করতে হবে। এ ছাড়া বক্তাগণ নির্মাণ শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম মজুরি, কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশ, বাসস্থান, রেশনিং ব্যবস্থা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভা প্রতিমাসে একবার সহ নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়ন করার আহবান জানান।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ ডাক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মফিজ খান, মো. জাহাঙ্গীর হোসেন ঢালী ও সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন হিরো, সদস্য বাবুল গাজী, দেলু, হারুন রশীদ, মো. নজরুল, রাসেল মাল সহ সকল সদস্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়