রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭

অ্যাথলেটিক্সে বাবুরহাটের জয়জয়কার: এবার লক্ষ্য সিলেট জয়, চাঁদপুরবাসীর দোয়া কামনা

পলাশ দে
অ্যাথলেটিক্সে বাবুরহাটের জয়জয়কার: এবার লক্ষ্য সিলেট জয়, চাঁদপুরবাসীর দোয়া কামনা

চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর কুমিল্লা উপ-অঞ্চলে দশটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে এক অনন্য গৌরব অর্জন করেছে। এছাড়া দুটি ইভেন্টে দ্বিতীয় এবং একটি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে অ্যাথলেটিক্সে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এই প্রতিষ্ঠান।

কুমিল্লা অঞ্চলের এই সাফল্যের পর এই প্রতিভাবান খেলোয়াড়রা আগামী ২১ জানুয়ারি ২০২৬, বুধবার সিলেট অঞ্চলে আয়োজিত পরবর্তী ধাপের খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা চাঁদপুরবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের খেলোয়াড়রা যেন সিলেট অঞ্চলের খেলায় সফল হয়ে চাঁদপুরের মুখ আরও উজ্জ্বল করতে পারে, সেজন্য সকল স্তরের মানুষের কাছে বিশেষ প্রার্থনা চাওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা খেলোয়াড়দের সাফল্যের ব্যাপারে দারুণ আশাবাদী।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়