রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:৪০

চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশের পর

শাহরাস্তিতে ফরম পূরণের অতিরিক্ত টাকা ফেরত দিলেন ইউএনও

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে ফরম পূরণের অতিরিক্ত টাকা ফেরত দিলেন ইউএনও
নাজিয়া হোসেন

শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফরম পূরণের অতিরিক্ত অর্থ অভিভাবকদের হাতে তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। দৈনিক চাঁদপুর কণ্ঠে শিক্ষার্থীদের নিকট থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের নামে অতিরিক্ত অর্থ আদায়ের সংবাদ প্রকাশিত হয়। সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের নামে কোচিং ফি, কল্যাণ তহবিল, পরিচয়পত্র ও বিবিধ খাত দেখিয়ে শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি দৈনিক চাঁদপুর কণ্ঠে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়। সংবাদটি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিদ্যালয় পরিদর্শন করে অতিরিক্ত অর্থ অভিভাবকদের হাতে ফেরত দেন। এ ছাড়াও এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকা উপজেলার

বিদ্যালয়গুলোকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে নির্দেশ দেন।

নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, কোনো মতেই অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। আমি অভিভাবকদের হাতে অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছি। তবে এ ঘটনায় প্রধান শিক্ষকসহ যায় জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়