রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দু প্রার্থী

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ খারিজ

প্রবীর চক্রবর্তী।।
বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ খারিজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিল হওয়া দু প্রার্থী নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিলের মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের বিরুদ্ধে তথ্য গোপনসহ নানা অভিযোগে প্রার্থিতা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে কমিশন। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) ও গত দু দিনে এই আদেশ প্রদান করেন নির্বাচন কমিশন। ফলে সর্বশেষ বৈধ প্রার্থীসহ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৮জনে। এঁরা হলেন : বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আল্লামা মুকবুল হোসাইন, গণফোরাম মনোনীত প্রার্থী মুনীর চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহমুদ আলম, ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আব্দুল মালেক বুলবুল , স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান ও জাকির হোসেন।

জানা গেছে, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দু প্রার্থী জাকির হোসেনের মনোনয়নপত্র ১% ভোটার সংশ্লিষ্ট জটিলতার কারণে এবং ইসলামী ফ্রন্টের প্রার্থী আব্দুল মালেক বুলবুলের মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বাতিল করেন।

এই রায়ের বিরুদ্ধে ওই দু প্রার্থী যথাক্রমে জাকির হোসেন (আপিল নং৩৯১/২৬) ও আব্দুল মালেক (আপিল নং-৬২৬/২৬) নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন কমিশন।

বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী হাজী মোজাম্মেল দলীয় চিঠি না দেখাতে পারায় এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১% হারে ভোটারদের স্বাক্ষর জনা না দেয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল (নং ৪৫৪/২৬) করলে নির্বাচন কমিশন শুনানি শেষে তাঁর আবেদন খারিজ করে দেন।

এদিকে প্রার্থী হাজী মোজাম্মেল বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের বিরুদ্ধে তথ্য গোপনসহ নানা অভিযোগে প্রার্থিতা বাতিলের আবেদন করে আপিল (নং ৫৯৯/২৬) করেন। কিন্তু নির্বাচন কমিশন তার শুনানি শেষে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বহাল রেখে আপিল খারিজ করে দেন।

অন্যদিকে রোববার (১৮ জানুয়ারি ২০২৬) ইসলামী ফ্রন্ট প্রার্থী আব্দুল মালেক বুলবুলও বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের বিরুদ্ধে তথ্য গোপনসহ নানা অভিযোগে প্রার্থিতা বাতিলের আবেদন করে আপিল (নং ৬২৭/২৬) করেন। কিন্তু নির্বাচন কমিশন তার শুনানি শেষে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বহাল রেখে আপিল খারিজ করে দেন।

একই ভাবে রোববার (১৮ জানুয়ারি ২০২৬) স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন আরেক স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নানের বিরুদ্ধে তথ্য গোপনসহ নানা অভিযোগে আপিল (নং ৬২৫/২৬) করেন। কিন্তু নির্বাচন কমিশন আপিল শুনানি শেষে এ আপিল খারিজ করে দিয়ে এম এ হান্নানের প্রার্থিতা বহাল রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়