রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:০৮

নারায়ণপুর ডিগ্রি কলেজের ৬ জন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

মুহাম্মদ আরিফ বিল্লাহ।।
নারায়ণপুর ডিগ্রি কলেজের ৬ জন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা
নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডি ও শিক্ষকদের সাথে অবসরপ্রাপ্ত শিক্ষকগণ ক্রেস্ট এবং ফুল হাতে।

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিগ্রি কলেজের ৬ জন সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা রোববার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মাসুদ রানার সভাপ্রধানে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন ভুঁইয়া, দাতা সদস্য মো. মিজানুর রহমান সরকার, বিদ্যোৎসাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন মিঞা, অভিভাবক সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মিয়াজী ও মো. ওমর ফারুক। কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড. আফম সাঈফুর রহমান ভূঁইয়া, রণজিৎ বসু, মো. জহিরুল ইসলাম, কৃষ্ণধন সুত্রধর ও ওয়াহিদুজ্জামান ভূঁইয়া। সংবর্ধিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র পোদ্দার, ইসলামী শিক্ষা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. মুঈনুদ্দিন হামিদী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম পাটোয়ারী, পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক সহকারী অধ্যাপক একেএম সাইফুল করিম, রসায়ন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক কাজী নূরুল হক, অর্থনীতি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে কলেজের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে কলেজের অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকদের ক্রেস্ট এবং ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়