বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ১৯:১৪

করোনা হলে ডায়াবেটিস হয় এটা এখনও প্রমাণিত নয় : ড. একে আজাদ খান

অনলাইন ডেস্ক
করোনা হলে ডায়াবেটিস হয় এটা এখনও প্রমাণিত নয় : ড. একে আজাদ খান

ডায়াবেটিস একটি মহামারি, করোনা আরেকটি মহামারি। বর্তমান বিশ্বে এখন একসাথে দুইটি মহামারি চলছে। আর দুইটি মহামারি যখন এক সঙ্গে আসে তখন সেটা আরও ভয়ঙ্কর ও মারাত্মক আকার ধারণ করে বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান।

তিনি বৃহস্পতিবার ২৬ আগস্ট বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বিএইচআরএফ ডায়াবেটিস অ্যাওয়ারনেস ফেলোশিপ-২০২১’ এর সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।

করোনা হলে ডায়াবেটিস হয় এটা এখনও প্রমাণিত নয়, তবে ডায়াবেটিস রোগী যদি করোনাতে আক্রান্ত হন তাহলে সেটা আরও মারাত্মক আকার ধারণ করে মন্তব্য করে অধ্যাপক একে আজাদ বলেন, আর রোগীর যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হয় সেটা আরও ভয়াবহ হয়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, যদি কেউ শিক্ষিত না হয় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন। তাই একবার ডায়াবেটিস হয়ে গেলে সেটা নিয়ন্ত্রণে রাখতে নিজেকেই সব কিছু শিখে নিতে হবে। আরও ভালো হয় এই অসুখটা হওয়ার আগে যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এই অসুখ সম্পর্কে সবারই জানা উচিত, শেখা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত।

এ সময় নরডিস্কের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বিএইচআরএফ ডায়াবেটিস অ্যাওয়ারনেস ফেলোশিপ-২০২১ প্রাপ্ত গণমাধ্যম কর্মীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাশেদ রাব্বিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়