প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৩
চাঁদপুর নিউ নেশন এওয়ার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
![চাঁদপুর নিউ নেশন এওয়ার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান](/assets/news_photos/2025/02/05/image-58664-1738772049bdjournal.jpg)
সোমবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) চাঁদপুর পৌরসভার পুরাণবাজার মোমেনবাগ আবাসিক এলাকায় অবস্থিত নিউ নেশন এওয়ার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানছুর আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক শেখ ফাহাদ বিন রশিদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লে. মো. শোয়ায়েব। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোস্তফা কামাল এবং লায়ন আলমগীর হোসেন বাবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত জামিল সৈকত শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আদর্শ শিক্ষক তৈরি করার পাশাপাশি একজন সচেতন বাবা-মায়ের অপরিহার্যতার কথা উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার অবিচ্ছেদ্য ভূমিকার কথাও তুলে ধরেন। এছাড়া তিনি শিক্ষার মানোন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব লে. মো. শোয়ায়েব শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও দেশপ্রেমের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দীর্ঘ এক যুগ ধরে চলমান এই প্রতিষ্ঠানটির গৌরবউজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানছুর আহমেদ শিশু শিক্ষা সম্প্রসারণে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম শেখ হারুনুর রশিদের আন্তরিকতার প্রশংসা করে মরহুমের প্রতিষ্ঠিত ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ওনার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি কিন্ডারগার্টেনগুলোতে কর্মরত শিক্ষকদের পাঠদানের ক্ষেত্রে তাদের পেশাদারিত্বের প্রশংসা করেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পুরাণবাজার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান পাটোয়ারী, পুরাণবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফেরদোসী বেগম, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, চাঁদপুর পৌরসভার ট্যাক্স কালেক্টর সাজ্জাদ মিয়াজী, হাজীগঞ্জ পৌরসভার সমাজকল্যাণ কর্মকর্তা আনোয়ার মিয়াজী, স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল বাতেন মিয়াজীসহ আরও অনেকে।