বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৮

চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা ফুটবল টুর্নামেন্ট

বয়স বেশি হওয়ায় চাঁদপুর জেলা বালক দল বাদ : বালিকা দল ২-০ গোলে হেরে বিদায়

চৌধুরী ইয়াসিন ইকরাম
বয়স বেশি হওয়ায় চাঁদপুর জেলা বালক দল বাদ : বালিকা দল ২-০ গোলে হেরে বিদায়
জেলা ফুটবল দলের টিম মানেজার জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম ও কোচদের সাথে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের জন্যে নির্বাচিত চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৭ বালক দলের ফুটবলাররা। ছবিটি চাঁদপুর স্টেডিয়ামে তোলা ও ফুটবল কোচ আমিন মোল্লার ফেসবুক থেকে নেয়া।

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্ট থেকে খালি হাতেই ফিরলো চাঁদপুর জেলা দল। চাঁদপুর জেলা বালক দলের খেলোয়াড়দের বয়স বেশি হওয়ায় মাঠে নামার আগেই টুর্নামেন্ট থেকে আউট। আর বালিকা দল রাঙ্গামাটি জেলা দলের সাথে ২-০ গোলে হেরে বিদায় নিতে হলো। ফলে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৭ দল (বালক-বালিকা)কে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট থেকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হলো।

জেলা ফুটবল দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, জাহাঙ্গীর পাটওয়ারী ও আমিন মোল্লা।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে রাঙ্গামাটি জেলা দলের সাথে বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ নেয় চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৭ (বালিকা) ফুটবল দল। খেলায় রাঙ্গামাটি জেলা দলের সাথে চাঁদপুর জেলা দল ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। অপরদিকে বালক দলের সাথে খেলায় মাঠে নামতেই পারেনি চাঁদপুর জেলা বালক দল। চাঁদপুর দলের খেলোয়াড়দের বয়স বেশি হওয়ায় তারা মাঠে নামারই সুযোগ পায়নি। ফলে বিভাগীয় পর্যায়ের এই খেলায় অংশগ্রহণ না করেই চট্টগ্রাম থেকে ফেরত আসতে হলো চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৭ বালক দলকে। এটি চাঁদপুর জেলার জন্যে একটা লজ্জাজনক বিষয় বলে মনে করেন ক্রীড়ামোদী এবং ফুটবল অনুরাগীরা।

চাঁদপুর জেলা বালক দলের খেলোয়াড়রা ছিলেন : মিরাজুল, মিহাজুল, মেরাজ, আহাম্মেদ কবির, রায়হান গাজী, বিক্ষাতুল, নাঈম, প্রান্ত, সোহাগ, তন্ময়, আরমান, সাব্বির, শাওন, নাঈম, সাব্বির (২), জোবায়ের, সবুজ, শান্ত ও আছিম।

চাঁদপুর জেলা বালিকা দলের খেলোয়াড়রা হলেন : জাকিয়া আক্তার, আবিদা সুলতানা, লামিয়া জাহান, ফারহানা ইসলাম, সত্নিকা ঘোষ, ফাতেমা আক্তার, অজুফা আক্তার, নুরজাহান, মিম আক্তার, মাসরুম আক্তার, মারজাহান, মেঘলা, মনিকা চৌধুরী, জুঁই আক্তার, ইভা আক্তার, তামান্না আক্তার ও সুরাইয়া আক্তার।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলার জন্যে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৭ দলের (বালক-বালিকা) ফুটবলারদের বিদায় দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়