বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩

ফরিদগঞ্জে ৩১ দফার সমর্থনে মিছিল সমাবেশ ও লিফলেট বিতরণ

বিএনপির ৩১ দফাই এদেশের মানুষকে নিরাপদ রাখবে : সাবেক মেয়র মঞ্জিল হোসেন

প্রবীর চক্রবর্তী
বিএনপির ৩১ দফাই এদেশের মানুষকে নিরাপদ রাখবে : সাবেক মেয়র মঞ্জিল হোসেন

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার সমর্থনে এবং পতিত আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের আটকের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিছিল সমাবেশ এবং লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের নেতৃত্বে একটি মিছিল উপজেলা সদরের বাসস্ট্যান্ড হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনসাধারণের কাছে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। মিছিল শেষে পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মমিন গাজী, আমির হোসেন বেপারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, সদস্য সচিব রুবেল পাটওয়ারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিপলু, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক ইউনুছ বেপারী, সদস্য সচিব মফিজ বেপারী এবং জেলা ছাত্রদলের সদস্য আশিক রহমান।

বক্তব্য প্রদানকালে মঞ্জিল হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশে জাতীয়তাবাদী দল-বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যারা জনগণের জন্যে রাজনীতি করে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারে থেকে রাজনীতি এবং জনগণকে নিজেদের দলদাসে পরিণত করেছিল। পরপর তিনটি প্রশ্নবিদ্ধ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ পালিয়েছে। আর এদেশের মানুষের ত্রাণকর্তা হিসেবে তারেক রহমান ৩১ দফা ঘোষণা করে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের মনে রাখতে হবে বিএনপির ৩১ দফাই এদেশের মানুষকে নিরাপদ রাখবে। তাই ৩১ দফার ভিত্তিতেই আগামীদিনের রাজনীতি নির্ধারণ হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়