বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৫

অনলাইনে ইলিশ মাছ নিয়ে প্রতারণা রোধে সচেতনতামূলক সভা

টাস্কফোর্সের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
টাস্কফোর্সের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর বড় স্টেশনে অনলাইনে ইলিশ মাছ নিয়ে প্রতারণা রোধে মৎস্য বণিক সমবায় সমিতি নেতৃবৃন্দের সাথে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুর শহরে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া টাস্কফোর্স অনলাইনে ইলিশ প্রতারণা রোধে সচেতনতামূলক সভা করেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) চাঁদপুর জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স চাঁদপুর শহরের বড় স্টেশন ও স্ট্র্যান্ড রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও ফ্রিজে রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে সংরক্ষণ করায় স্ট্র্যান্ড রোড এলাকার একটি রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, একটি ফুচকার দোকানকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় একটি ডায়াগনস্টিককে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করে।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টানানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এছাড়া অনলাইনে ইলিশ মাছ নিয়ে প্রতারণা রোধে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সাথে একটি সচেতনতামূলক সভা করা হয়। মৎস্য বণিক সমবায় সমিতির সদস্যবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়